বর্তমান মিডিয়ার কর্যলাপ... ঘৃণিত ছাড়া কিছুই না। (সাইদুর)
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ২৩ আগস্ট, ২০১৪, ০৮:০২:৩৭ রাত
অফিস থেকে বাসায় ফিরতেছি,আস্তে আস্তে হাটতে হাটতে।
সামনে দেখলাম একটি লোক ভিজিটিং কার্ড বিলি করতেছে, যাকেই সামনে দেখতেছে তার হাতেই ধরিয়ে দিচ্ছে একটা করে ভিজিটিং কার্ড।
আমার ও পালা চলে এলে লোকটির সামনে আসার, সামনে আসতেই অন্য সবার মত আমার হাতেও একটি ভিজিটিং কার্ড হতে ধরিয়ে দিল।
তবে আমি আগে থেকেই জানি ভিজিটিং কার্ডগুলি কিসের ছিল,এবং কেন বা তারা দিচ্ছে...
কিন্তু আমি যদি ঐ মহুর্তে তার দেওয়া ভিজিটিং কার্ডটি হাতে না নিতাম, তাহলে নিশ্চয়ই লোকটি নিজেকে অপমান বোধ করত।
তাই তার দেওয়া কার্ডটি হাতে নিয়ে ভাবতেছি কার্ড কি করব , বুদ্ধি গোটাতে গোটাতে সামনে অগ্রসর হতেই দেহি..... :v
.....হায় আল্লাহ, লোকটার ডান পাশে কিছুদুর সামনেই তার দেওয়া ভিজিটিং কার্ড গুলি সবই ফেলে দিয়ে গেছে।
অন্য সবার মত আমিও কার্ডটি ফেলে দিয়ে হাঁফ ছেড়ে বেঁচে গেলাম।আর ভাবলাম.....
আচ্ছা পৃথিবীতে অনেক প্রকার মিডায়া আছে,
ইলেক্ট্রিক মিডিয়া,ক্যাঁবল মিডিয়া,অনলাইন মিডিয়া বর্তমানে ফেইসবুক মিডিয়া সহ অনেক কিছু।
এটা আবার ফুঁটপাতের কোন নোংড়া মিডিয়া...ওর নাম খানা আজ না হয় আমি দিলাম,ভিজিটিং মিডিয়া।
কিন্তু ঐ রকম মিডিয়া দিয়ে কি বা লাভ হল? প্রচারেই প্রসার নাকি অন্য কিছু?
সেক্স এর জন্য যদি কেউ ঐ রকম ভাবে কলেজে স্কুলে মাঠে ঘাটে সব জায়গায় যদি প্রচার করে বেড়ায় তাহলে নির্ঘাত সাধারণ পাবলিক থেকে শুরু করে কলেজ স্কুলের ছাত্র-ছাত্রী সহ সবাই তাদের থুঁথুঁ দিবে।
কিন্তু এতে দেখা যায় পন্যটির খুব নাম ধাম ও কাম সবার মুখে প্রচার হচ্ছে সবার মুখেই ঐ একটি কথা "ইন্ডিয়ান হারবালে সেক্স পাওয়ার খুব হয়" তার সাথে জুড়িয়ে দিবে আসলে শালা মানুষের বাচ্চা না , :-P
ঐ রকম একটা এড সবার সম্মুখে দেয়।
:v :v
তার মানে সু-নামের চেয়ে বদনামটাই বেশি হয়ে গেল।
...ইদানিং সরকারি চ্যাঁনেলে একটা অনুষ্ঠান দেখা যাচ্ছে, একজন নাকি ইসলাম প্রচার ও প্রসারের হেকিম দাতা। ঐ ব্যাক্তি কতটুটু ইসলাম প্রচার করেছেন, সেটা আল্লাহ তায়ালা ভাল জানেন । আর মাঠির উপরে তার কিছু বান্দা কিছু অনুভাব করতে পারেন মাত্র।
কিন্তু কিছু কিছু মানুষ চেতনায় তার ব্যাবসা প্রতিষ্ঠান পন্যের ও লোক বল এর জন্য সুন্দর সুন্দর মিথ্যা ও বানোয়াট রুঁচিশীল কু-রুঁচিপূণ কথা এবং কাজে যে প্রচার টি করতে চায়।
...তাহা আসলে নিছুক সাধারণ জনগণ লজ্জার সাথেই সব সময় দেখে নেয়।
এবং ঐ মিডিয়া দেখে লজ্জায় নিজের মাথা গুজিয়ে নেয়।
সাইদুর
বিষয়: বিবিধ
৮৬৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহিলারাও বোরকা পড়ে এসব লিফলেট বিতরন করে ।
মানুষকে বোকা বানানোর সুযোগ সবসময়ই মিডিয়া নিয়ে থাকে । কারণ সবাই একই মুহূর্তে খবরের নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকে না , থাকা সম্ভবও নয় । কিন্তু মিডিয়ার পক্ষে সেটা সম্ভব কারণ তাদের সেটার সেটআপ আছে । আর তাদের পক্ষে খুবই সম্ভব মানুষকে প্রভাবিত করার । দু একজন প্রত্যক্ষদর্শীর আওয়াজ মিডিয়ার বিশাল প্রভাবের কাছে হাওয়ায় মিলিয়ে যায় ।
মন্তব্য করতে লগইন করুন